• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমালোচনার বৃত্তে সোশ্যাল ইসলামী ব্যাংক

   ৭ মার্চ ২০২৫, ০২:৫৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

অনিয়ম, দুর্নীতি আর সমালোচনা পিছু ছাড়ছে না সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির। এস আলম গ্র“পকে দেয়া ঋণের তথ্য গোপন ও বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ব্যাংকে নিয়োগ দেয়ার মত জালিয়াতির ঘটনা রয়েছে। অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের লোন পাইয়ে দেয়ার অভিযোগও রয়েছে ব্যাংকটির বিরুদ্ধে। এছাড়া বর্তমান এমডি’র বিরুদ্ধে রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগও। 

পতিত সরকারের সময় এস আলম গ্র“পের দখলে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক নানা অনিয়মে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। রয়েছে নিয়োগ জালিয়াতি, ঋণ খেলাপীর তথ্য গোপনসহ নানা অভিযোগ। এখনো ব্যাংকটিতে অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারি রয়েছে এস আলমের নিজের এলাকার।  

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই এই ব্যাংকে নিয়োগ দেয়া হয়েছে ওই এলাকার অনেককে। যাদের কাছ থেকে নেয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। এমনকি যাচাই বাছাই করা হয়নি শিক্ষাগত যোগ্যতার সনদও।  

কর্মকর্তা-কর্মচারি নিয়োগ শুধু নয়, ঋণ বিতরণেও বিস্তর অভিযোগ এসআইবিএল এর। অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের লোন পাইয়ে দেয়ার, অভিযোগও রয়েছে কারও কারও বিরুদ্ধে। খেলাপি ঋণের তথ্য গোপনেও সিদ্ধহস্ত এসআইবিএল। তবে ঋণ খেলাপীদের চিহ্নিত করে আদায়ের ব্যবস্থা করা হচেছ বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত।  

তার  বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীণ দাবি করে এসআইবিএলের ভারপ্রাপ্ত এমডি বলেন এস আলমের দখল থেকে মুক্ত করে খাদের কিনারা থেকে ব্যাংকটি এখন আর্থিকভাবে সচল করার কাজ চলছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকায় ব্র্যাক ইপিএলের সম্মেলন
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকায় ব্র্যাক ইপিএলের সম্মেলন
রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে
রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে
পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা