• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অন্তর্বর্তীকালীন সরকারকে

গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হবে -মহসিন রশিদ

   ৭ মার্চ ২০২৫, ০৮:১৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

যে দেশ আমরা চেয়েছিলাম সে দেশ আমরা গড়তে পারি নাই, তার ধারের কাছেও আমরা  যেতে পারি নাই।  আমরা যে দেশ গড়তে চাই তার জন্য আপনাদেরও ত্যাগ স্বীকার করতে হবে, আপনাদের বিবেককে কাজে লাগাতে হবে,টাকার নিকট বিক্রি হওয়া যাবে না। বিপ্লবের যে স্পিরিট থাকার কথা সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রে দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারকে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করার আহ্বান জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এসব কথা বলেন। 

শুক্রবার(৭ মার্চ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ৬ষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণইফতারে আরও বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন ও লে কর্ণেল অব দিদারুল আলম,  সাংগঠনিক সম্পাদক আমজাদ খান (ঢাকা), ব্যাংকিং বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।

সিনিয়র আইনজীবী মহসিন রশিদ বলেন, আমরা এক এমন এক ব্যবস্থা চাই যেখানে কোন দারিদ্র্যতা থাকবেনা, টিসিবির ট্রাকের পিছনে দৌড়ানো লাগবে না।  এবি পার্টি আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছে। তিনি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এবি পার্টির নেতৃত্বে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন বলেন, রাষ্ট্র পরিবর্তনের পূর্বে নিজের পরিবার, সমাজে পরিবর্তন আনতে হবে  তাহলেই রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব হবে। আয়নাঘরে নিষ্ঠুরতমভাবে আমাদের নাগরিকদের নির্যাতন করা হয়েছে, মাসের পর মাস বছরের পর বছর অমানবিক নির্যাতন করা হয়েছে । আজকের যুগেও আওয়ামীলীগ আইয়ামে জাহেলিয়াতের চাইতে ভয়াবহ নির্যাতন করেছে।

তিনি আরও বলেন,  আপনারা যদি কোন ভুল করেন তাহলে ১৬০০ শহীদের রক্তের সাথে গাদ্দার হিসেবে আপনারা চিহ্নিত হয়ে  থাকবেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন,  আপনাদেরকে সাথে নিয়েই এবি পার্টি সামনে এগিয়ে যেতে চায়। আইনশৃঙ্খলা মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব।  আমরা কেউ আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কাজ করবো না।

গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স,  স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা,আমেনা আক্তার, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ,  যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ