• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৬

   ৮ মার্চ ২০২৫, ১২:৪৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ মার্চ) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুরে প্রেস ব্রিফিং করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫) গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে। হাতে ও পায়ে গুলিবিদ্ধ আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনশ্রী সি ব্লকে 'অলঙ্কার' নামে তাঁর একটি গয়নার দোকান রয়েছে।রাতে দোকান বন্ধ করে ২০০ তোলা স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এনসিপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২ জন
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২ জন
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৯০
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৯০