• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্ষণের ঘটনায়

মহিলা দলের প্রতিবাদ র‌্যালি কাল

   ৯ মার্চ ২০২৫, ০৩:৫২ পি.এম.

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সোমবার (১০ মার্চ) প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হবে।  র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। শেষ হবে কাকরাইল মোড় হয়ে বিএনপি অফিসের সামনে।

রোববার (০৯ মার্চ) এক প্রেস রিলিজের মাধ্যমে মহিলা দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। সঞ্চলনায় থাকবেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এ উপলক্ষে আগামীকাল ঢাকাস্থ সকল পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া একই সময়ে সারাদেশের সকল জেলা/মহানগর মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এ প্রতিবাদ মিছিল/মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী