• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশি হাফেজ

লন্ডনে তারাবির নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন

   ১২ মার্চ ২০২৫, ০৪:৪৭ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

সারাবিশ্বে বাংলাদেশের হাফেজদের আলাদা গুরুত্ব রয়েছে। বিদেশের মাটিতে বাংলাদেশি হাফেজরা কৃতিত্বের স্বাক্ষর রেখে লাল-সবুজের পতাকাকে সুমন্নত করছেন। এবার সেই ধারাবাহিকতায় লন্ডনে তারাবির নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের হাফেজ কামরুল আলম। যার সুমধুর তেলাওয়াত দেশ-বিদেশের মানুষকে আপ্লুত করে।

সিলেটের সন্তান হাফেজ কামরুল ইংল্যান্ডের চেস্টার সিটির চেস্টার শাহজালাল মাসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে তারাবির নামাজের ইমামতি করছেন।

কামরুল আলম সময় সংবাদকে জানান, এ বছর তারাবি নামাজের ইমামতির জন্য তিনি বেশ কিছু দেশ থেকে আমন্ত্রণ পান। ইংল্যান্ডের আরও বেশ কিছু মসজিদসহ কানাডা, ফ্রান্স এবং মালদ্বীপ থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।
 
হাফেজ কামরুল আলম সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাসামপুর গ্রামের মাওলানা মাহবুবুর রহমান ও সাহেদা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় ভর্তি হন মাদ্রাসায়। জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষার পর নিজ ইচ্ছায় দুই বছরের মাথায় হিফজুল কোরআন শেষ করেন তিনি। বর্তমানে তিনি কুরআনিক স্টাডিজ নিয়ে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে অধ্যায়ন করছেন।
 
এর আগে ২০২৩ ও ২০২৪ সালে মালদ্বীপে সরকারি আমন্ত্রণে তারাবি নামাজের ইমামতি করেন হাফেজ কামরুল আলম।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা