• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কোথায় আছেন আলোচিত সেই হারুন-সানজিদা-মামুন

   ১৩ মার্চ ২০২৫, ০৪:৫৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

২০২৩ সালের ৯ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়। 

পুলিশের রমনা বিভাগের তৎকালীন এডিসি হারুন অর রশিদ এই মারধরে নেতৃত্ব দেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনার সূত্রপাতের বিষয়ে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের স্ত্রী ডিএমপির তৎকালীন এডিসি (অতিরিক্ত উপকমিশনার) সানজিদা আফরিন বলেছিলেন, তিনি চিকিৎসা নিতে ওই দিন সন্ধ্যায় বারডেম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের সাক্ষাৎ পেতে তিনি সহকর্মী হিসেবে এডিসি হারুন অর রশিদের সহায়তা নেন। এ সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে এডিসি হারুনকে মারধর করেন তার স্বামী আজিজুল।

এ ঘটনা সে সময়ে দেশজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এ কাণ্ডের পর প্রথমে হারুনকে বদলি করা হয় রংপুর রেঞ্জ পুলিশে। এর পর সেখান থেকে প্রত্যাহার করে ঢাকায় আনা হয়। ৫ আগস্টের পর তাকে ওএসডি করা হয়। 

একই ঘটনায় ডিএমপির এডিসি সানজিদাকে প্রথমে রংপুর রেঞ্জে বদলি করা হলেও তিনি সেখান যোগদান না করায় ডিএমপিতেই রেখে দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর তাকেও ওএসডি করা হয়। 

একই কারণে রাষ্ট্রপতির সাবেক এপিএস মামুনকে (সানজিদার স্বামী) কোনো প্রকার শাস্তি দেওয়া না হলেও ৫ আগস্টের পর তাকেও ওএসডি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওএসডি হওয়ায় তিনজনই ঢাকাতেই রয়েছেন। এডিসি সানজিদা ও হারুন নিয়মিত পুলিশ কমান্ড সেন্টারে গিয়ে হাজিরা দিয়ে আসেন। অন্যদিকে, এপিএস মামুন ওএসডি হয়ে ঢাকাতেই রয়েছেন বলে জানা গেছে। আর পুলিশ বলছে, মামুন আর সানজিদা এখন একসঙ্গেই রয়েছেন।

এডিসি সানজিদার বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এডিসি সানজিদা বর্তমানে ওএসডি অবস্থায় আছেন। তিনি ডিএমপির কোনো বিভাগেই দায়িত্বে নেই।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ