• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সংষ্কারের নামে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হচ্ছে- নীরব

   ১৭ মার্চ ২০২৫, ০৯:০৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

সরকারের ভিতরে থেকেই একটি অংশ নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার (১৭ মার্চ) হাতিরঝিল থানা ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ৩৬ নং ওয়ার্ড এর মিরবাগ ইউনিট আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের নামে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন। সরকারের ভিতরে থেকেই একটি অংশ নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে। কারা করছেন তা আমরা জানি। এই চক্রটি নির্বাচন পিছিয়ে দিয়ে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে। এ চেষ্টা সফল হলে দেশ আবারও পিছিয়ে যাবে, গণতন্ত্র পিছিয়ে পড়বে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা এইটুকু বলতে পারি,আমরা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দাবি অনেক আগে দিয়েছি যখন এই সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলোর সঙ্গে আজকের যে প্রস্তাব উঠে আসছে সেখানে খুব বেশি পার্থক্য দেখছি না। 

নীরব বলেন, একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করে জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশে সংস্কার করেছিলেন। এটিই বড় সংস্কার। এদেশে সংস্কার করলে বিএনপিই করেছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, করলে ১৪ সালের নির্বাচনে অংশ নিতো, আপোষের প্রস্তাব মেনে নিতো।

যুবদলের সাবেক সভাপতি বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠান লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে। জনগণের সহমর্মিতা সমর্থন আমাদের উপর তৈরি হয়েছে। এখন দুঃখের সাথে বলতে হবে সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন আমরা দেখতে পারছি সুপরিকল্পিতভাবে, সংবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে করে নীরব বলেন, বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই। বিএনপিকে ক্ষমতায় নিতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গত ১৭ বছর আমরা অত্যাচার নির্যাতনের মধ্যেও সহ্য করেছি। আর কয়েকটা মাস কি সহ্য করতে পারবো না? বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের সংগ্রামটাকে সম্পূর্ণ করতে হবে।

অনুষ্ঠানে হাতিরঝিল থানা এবং ৩৬ নং ওয়ার্ড বিএনপি' সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম