• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্ষণের অভিযোগে মারধরের শিকার

সেই কিশোরের অবস্থা স্থিতিশীল

   ১৯ মার্চ ২০২৫, ০১:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত কিশোর রবিউল হাসান ওরফে জান মিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। মারধরের শিকার কিশোরের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়েছিল সামজিক মাধ্যমে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ এ তথ্য জানান। মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ বলেন, রোগীর ব্রেনে রক্তক্ষরণ জাতীয় ইনজুরি নাই। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত একথা বলা যাবে না।

অভিযুক্ত কিশোর রবিউল হাসান ওরফে জান মিয়া বলেন, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে দাবি।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে জান মিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়। পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল। পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পুলিশের সাত সদস্য আহত হন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এনসিপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২ জন
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২ জন
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৯০
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৯০