• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঐকমত্য কমিশনের কাছে সময় চেয়েছে বিএনপি

   ১৯ মার্চ ২০২৫, ০২:৪৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
সংস্কারের বিষয়ে মতামত জানতে চেয়ে জাতীয় ঐকমত্য কমিশন যে চিঠি দিয়েছে, তার উত্তর দিতে সময় চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দলটির নেতারা বলছেন, যে ফরম্যাটে মতামত চাওয়া হয়েছে তা যথাযথ নয়। শুধু টিক মার্ক দিয়ে মতামত দিলে অস্পষ্টতা থাকবে। তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। তাই বিস্তারিতভাবে মতামত দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে। শুধু বিএনপি নয়, আরও ১৫টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামত দেওয়ার জন্য অতিরিক্ত কয়েক দিন সময় চেয়েছে। তবে এরই মধ্যে মতামত জমা দিয়েছে ১৫টি দল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় গত ১২ ফেব্রুয়ারি। পাঁচটি সংস্কার কমিশন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ১৬৬টি সুপারিশ জমা দিয়েছে, সে বিষয়ে মতামত জানতে বিএনপিসহ মোট ৩৭টি রাজনৈতিক দলের কাছে গত ৬ মার্চ চিঠি দেয় ‘জাতীয় ঐকমত্য কমিশন’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, মতামতের জন্য যে ছক করা কাগজ (স্প্রেডশিট) দেওয়া হয়েছে, তাতে মতামত দিলে স্পষ্ট হওয়া যাবে না। বরং বিভ্রান্তি ছড়াবে। সে কারণে আমরা আপত্তি জানিয়েছি। বলেছি, বিস্তারিত আকারে আমরা মতামত জানাবো। তার জন্য দু-একদিন সময় চেয়েছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে মতামত জানাবো।

এদিকে মতামত জানানো দলগুলোকে নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনে এ আলোচনা হবে। কমিশন থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বিকাল ৩টায় এলডিপির সঙ্গে আলোচনায় বসার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। আর পরে যারা মতামত দেবেন, ক্রমান্বয়ে তাদেরও আলোচনার জন্য কমিশন আমন্ত্রণ জানাবে।

৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে ১২ ফেব্রুয়ারি ছয় মাস মেয়াদী ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এই কমিশনের সহসভাপতি। এছাড়া নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), জনপ্রশাসন এবং পুলিশ সংস্কারবিষয়ক কমিশনের প্রধানরা ঐকমত্য কমিশনের সদস্য।  

গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশন ৫৪টি রাজনৈতিক দল-জোটের প্রায় ১০০ জন নেতার সঙ্গে প্রথমবারের মতো রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত