• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

   ২১ মার্চ ২০২৫, ০৫:২৪ পি.এম.

ইবি প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও আশেপাশের এলাকার বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা প্রশাসন ভবনের সামনে সমবেত হয়। এসময় আশেপাশের এলাকার বিক্ষুব্ধ জনতা তাদের সাথে যুক্ত হয়।

মিছিলে তাদের, "বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো", "ফ্রি ফ্রি প্যালেস্টাইন", "ফিলিস্তিনের কারণে ভয় করি না মরণে", "ফিলিস্তিন দিচ্ছি ডাক বিশ্বমুসলিম জাগরে জাগ" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশ শেষে ফিলিস্তিনের  মানুষের মুক্তি এবং ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসাইন রাহাত বলেন, "আমরা এমন এক ক্রান্তিলগ্নে দাড়িয়েছি যখন আমরা শান্তিতে বাঁচতে পারলেও গাজাবাসীরা প্রতি মূহুর্তে ভয়ে থাকে এই বুঝি ইসরায়েলের মিসাইল জীবন শেষ করে দেয়। আজকে আমাদের এক হতে হবে, আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা রক্ত গঙ্গার ভাসবে সেখানে আমরা বসে থাকতে পারি না। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে বলেছিল আমরা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবো কিন্তু দেখা যাচ্ছে তাদের পরামর্শে ইসরায়েল হামলা চালাচ্ছে। ওআইসি গঠিত হয়েছিল মুসলিম বিশ্বকে সংগঠিত করতে কিন্তু তারা আজও নিশ্চুপ। আমরা বলতে চাই, জানতে চাই এই বিশ্ব মুসলিমের আর কতো রক্ত ঝরলে আপনারা জাগ্রত হবেন? আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আমরা রক্ত দিতে হলেও রক্ত দিতে প্রস্তুত।"

নুরুজ্জামান কোয়েল বলেন, "ইহুদিবাদি শক্তি ফিলিস্তিনকে মৃত্যুকূপে পরিণত করেছে। ইসরায়েল এই অগ্রাসন থেকে ফিলিস্তিনকে মুক্তি দিতে হবে।"

সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন," সারাবিশ্বে আমাদের এমনভাবে জেগে উঠতে হবে যেন ইসরায়েল ফিলিস্তিনবাসীদের নিরাপত্তা দিতে বাধ্য হয়।"

ইসলামী ছাত্র শিবির ইবি শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী বলেন, "নেতানিয়াহু যেটা বলেছে হামলা কেবল শুরু। আসলে এটা শুরু নয়, তার পতন শুরু হয়েছে। সম্মুখ যুদ্ধে যখন ইসরায়েল একজন হামাস যোদ্ধাকে হত্যা করতে পারে নাই তখনই তারা নারী ও শিশু হত্যা শুরু করেছে। ফেরাউনের বিশাল শক্তশালী বাহিনী থাকা স্বত্তেও তারা জয়ী হতে পারে নাই তেমনি ইসরায়েলের সামরিক শক্তি বেশি হলেও তারা জয়ী হতে পারবে না।  যত মানবাধিকার সংগঠন আছে সবই যেন অমুসলিমদের মানবাধিকার রক্ষার সংগঠন, তারা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রতিবাদ করে না। সারাবিশ্বে যেখানে মুসলিমদের উপর সহিংসতা বেড়েছে সেখানে তারা একটি 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ