• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনা

নব্য ফ্যাসিবাদীরা জাপাকে ‘ব্ল্যাকমেইল’ করছে- জিএম কাদের

   ২১ মার্চ ২০২৫, ০৭:৫৯ পি.এম.

রংপুর প্রতিনিধি
শেখ হাসিনার পর এখন নব্য ফ্যাসিবাদ শুরু হয়েছে। তার মতো করেই নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ‘ব্ল্যাকমেইল’ করছে এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার ব্ল্যাকমেইলের কারণে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এখনও মুখ বন্ধ রাখতে নব্য ফাসিবাদরা জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে। একইভাবে ২০১৪ সালে আমার দুর্নীতি বের করতে অনুসন্ধান চালানো হয়েছিল। দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।

পুলিশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, এখন সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা চলছে। এরপর দেশে মানুষকে কে নিরাপত্তা দেবে? এ সময় সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বাদ দিয়ে জোড় করে নির্বাচন করতে চাচ্ছে। এমনটা হলে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জাতীয় পার্টি নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার