• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বগুড়ায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

   ২৪ মার্চ ২০২৫, ০৫:৪৩ পি.এম.

বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় শিশুটির দাদি সোমবার (২৩ মার্চ) রাতে থানায় একটি মামলা করেছেন। এই দিন দুপুরে ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি সেচ ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামের অনেকেই পাশের ধানক্ষেতে সেচ মেশিনের পানি ব্যবহার করে গোসল করেন। শিশুটি তার ছোট চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশে সেচ মেশিনে গোসল করতে গিয়ে পাশে থাকা সেচ ঘরে গিয়ে ভেজা কাপড় পরিবর্তন করছিল। এ সময় সেচ মেশিনের মালিক শহিদুল সরকার (৪৫) সেখানে উপস্থিত ছিল।

শিশুটি পোশাক পরিবর্তন করার সময় অভিযুক্ত ব্যক্তি তার ওপর যৌন নিপীড়ন চালায়। শিশুটির চিৎকারে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠলে অভিযুক্ত ব্যক্তি গ্রাম থেকে পালিয়ে যায়।

শিশুটির দাদি থানায় অভিযোগ করে বলেন, ‘আমি এই ঘটনার সঠিক বিচার চাই। তাই থানায় মামলা করেছি।’

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে সেচ মেশিনের মালিক শহিদুল সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছে, তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন