• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না- আমিনুল হক

   ২৪ মার্চ ২০২৫, ০৯:২৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোতে স্বৈরাচারের দোসররা ও ষড়যন্ত্রকারীরা বসে আছে। তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। 

সোমবার (২৪ মার্চ) দিনব্যপি ঢাকা মহানগর উত্তর পল্লবী আদাবর থানার ৫ টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হয় না। এই সরকারের (অন্তর্বর্তী সরকার) উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগনের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।
কারন নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না।  

তিনি বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি।দেশে যেন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হতে পারে এজন্য স্বৈরাচাররা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। গত দেড় যুগ ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি।মানুষ ভোট দিতে চায়। কিন্তু যড়যন্ত্রকারীরা ও স্বৈরাচারের দোসররা এই অন্তবর্তী সরকারের ভিতরে ঢুকে তাদেরকে নির্বাচন না দেয়ার জন্য বুদ্ধি ও পরামর্শ দিচ্ছে।
 
বিএনপির এই নেতা বলেন, আমরা চাই এই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের ভিতরে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্হা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগনের এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐকবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে। 

 তিনি বলেন, বিএনপি ভোটের জন্য রাজনীতি করে না। জনগণের জন্য দ্বায়বদ্ধতা নিয়েই বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে। কারন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে  জনগণ। সেই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়তে চায়। 

 রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম মোল্লার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ সায়েম এর সঞ্চালনায়  উপস্থিত ছিলেন,বিএনপি নির্বাহী কমিটি সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক,রুপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মামুন,বিএনপি নেতা ফিরোজুল আলম,সাবেক যুবদলের নেতা সমশের আলী জিয়া,ওয়ার্ড সাধারণ সম্পাদক খোকন মাদবর,সাবেক ওয়ার্ড সভাপতি খান মুরাদ হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম,সহসভাপতি ফুতুন মিয়া,রুপনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাঈম হোসেন, রুপনগর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, ছাত্রদল রুপনগর থানার সাধারণ সম্পাদক কাওসার মল্লিক প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত