• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ২৯ মার্চ ২০২৫, ০১:২৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঈদে বাড়ি ফিরছেন মানুষ। ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। চাপ বেড়েছে বাস টার্মিনালগুলোতে। এ অবস্থায় ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনালে কাউন্টারগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে নাকি সে বিষয়ে তদারকি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কাউন্টারে গিয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

ঈদযাত্রার চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যদিও গত কয়েকদিনে যাত্রী সংকটের কথা শোনা যাচ্ছিল, তবে আজ গাবতলী বাস টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় দেখা গেলেও, আগের বছরের মতো উপচে পড়া ভিড় এখনো দেখা যাচ্ছে না। অন্যদিকে, প্রায় সব কাউন্টারে টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও বদলাতে পারে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া