• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জনগণের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে- আমিনুল হক

   ২৯ মার্চ ২০২৫, ০৭:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া সাংবাদিকও বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

একটি মহল দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন,দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা।জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। 

শনিবার (২৯ মার্চ) দিনব্যাপি রাজধানীর পল্লবী গুলশান বাড্ডা ও খিলক্ষেতসহ ৯ টি জায়গায় আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান আমিনুল হক।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসময় গরীব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের সাথে ষড়যন্ত্র চলছে। দেশে আবারও নতুন করে একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন ষড়যন্ত্র আমাদের ক্ষতি করতে পারবে না।

আমিনুল হক বলেন,একটি মহল সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে। আমরা আরও  শুনছি স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তো পালিয়ে গেছে। তাকে তো বাংলাদেশে আনতে হবে। তার যে অবৈধ মন্ত্রী এমপিরা ছিল যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে,তাদেরকে ও দেশে এনে বিচার প্রক্রিয়ায় আনতে হবে। এসময় তিনি প্রশ্ন তুলে বলেন, তাদেরকে  যতদিন পর্যন্ত বাংলাদেশে না আনা যাবে! তাহলে কি নির্বাচন হবে না বাংলাদেশে? এটা তো হতে পারে না? সংষ্কার একটি চলমান প্রক্রিয়া এটা যুগের পর যুগ চলতে থাকবে।কিন্তু সংষ্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়ার কোন সুযোগ নেই। 

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি আমরাও চাই। গত ১৭ বছরে  বিএনপির নেতাকর্মীদের উপরে যে পরিমান জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে। আমাদের ওপরে যেভাবে হয়রানি ও শারিরীক ভাবে নির্য়াতন করা হয়েছে। এদেশের অসহায় মানুষের ওপরে যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে।সেই স্বৈরাচারের বিচার এবং স্বৈরাচারের ফাঁসি আমরাও চাই। কিন্তু স্বৈরাচারের বিচারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই। একটি মহল একটি গোষ্ঠী তারা সংষ্কারের সাথে নির্বাচনকে মিলিয়ে ফেলার চেষ্টা করছে।এটা এদেশের মানুষ প্রত্যাশা করে না। 

আমিনুল হক বলেন, স্বৈরাচারের বিচার এবং নির্বাচন এই দুইটাকে একসাথে মিলিয়ে ফেলবেন না। কারন বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে হবে। জনগণ কি চায়? জনগণের ভাষা বুঝে আপনাদের কাজ করতে হবে। এদেশের জনগণ চায় বাংলাদেশে যেন একটা সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের আগাতে হবে।  

বিএনপির এই নেতা বলেন, আমরা সারা রমজান মাসব্যাপি সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার মাহফিল করেছি। এটা বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য না। কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য না কিংবা ভোটের রাজনীতির জন্য না। আমরা কাজ করছি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে। কারন সাধারণ মানুষকে নিয়েই বিএনপির রাজনীতি। দেশের মানুষ অবগত আছে জাতির সকল ক্লান্তি লগ্নে বিএনপি সবসময় এদেশের মানুষের পাশে এসে দাড়িয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাড্ডার বেরাইদে ঢাকা মহানগর উত্তর বিএনপির ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক তহিরুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম,মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক যুবনেতা এস এম জাহাঙ্গীর হোসেন,মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ। 

এর আগে সকালে পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম এর আয়োজনে ও বিকেলে খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেন এর আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণে অংশ নেন আমিনুল হক। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত