• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

খুলনা

পুলিশের ওপর ৮০ থেকে ৯০ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা

   ৩০ মার্চ ২০২৫, ০৯:৪৬ পি.এম.

খুলনা প্রতিনিধি 

খুলনায় পুলিশ-নৌবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৭ পুলিশ এবং ১ নৌবাহিনীর সদস্য আহত হয়েছেন। এতে পুলিশ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ৫/৬টি পিস্তল ও বিপুল সংখ্যক গুলি জব্দ করে পুলিশ।

রোববার (৩০ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনার সময় টানা ৩ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে অনুমানিক ৮০ থেকে ৯০ রাউন্ড গুলি ছোড়ে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার এক সংবাদ সম্মেলন সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- পলাশ শেখ (৩৮), নুরে আলম সিদ্দিকী লিমন শরীফ (২৯), রুবেল ইসলাম লাভলু কালা লাচলু (৩৫), ইমরান হোসেন ট্যাটু ইমরান (৩৫), সৈকত রহমান (২৭), ফজলে রাব্বি রাজন (৩৬), রিপন (৩০), গোলাম রব্বানী (২৬), ইমরানুজ্জামান (৩৩), শহিদুল (৩৫)।

গ্রেপ্তার সন্ত্রাসীদের কাছ থেকে ৩টি পিস্তল, পিস্তলের ৪ রাউন্ড গুলি, ১টি শটগান, শটগানের ২৩ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি হাসুয়া, ২টি চাকু, ৪টা মোবাইল ফোন এবং ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলন কেএমপি কমিশনার জানান, নগরীর বানরগাতি আরামবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ।

এরই প্রেক্ষিতে সোনাডাঙ্গা থানা পুলিশ এবং নৌবাহিনী বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করে।

সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের উদ্দেশ্যে পাল্টা শটগানের গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীরা ছাদ থেকে নেমে বিল্ডিংয়ের নিচে এসে পুনরায় গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা শটগানের গুলি ছোড়ে।

পুলিশ ও সন্ত্রাসীদের গোলাগুলির মধ্যেই চারদিক থেকে বিল্ডিংটি ঘিরে ফেলে পুলিশ এবং বিল্ডিংয়ের ভিতর থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী পলাশসহ ৫ জনকে আটক করে।

এ সময় তাদের সঙ্গে থাকা অন্য সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলাগুলির একপর্যায়ে আরও ৫ সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র ও বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।

থানার রেকর্ডপত্র যাচাই করে জানা যায়, সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ১৪টি, তার মধ্যে ২টি হত্যা, ৩টি ডাকাতি, ১টি অস্ত্র, ২টি চাঁদাবাজি এবং অন্যান্য ৬টিসহ মোট ১৪টি মামলা আছে। আসামি রুবেল ইসলাম লাভলু ওরফে কালা লাভলুর বিরুদ্ধে ১টি ডাকাতি, ১টি অস্ত্র, ১টি চাঁদাবাজি, ১টি পুলিশ অ্যাসল্ট ও অন্যান্য ৩টিসহ ৬টি মামলা আছে। আসামি নুরে আলম সিদ্দিকী ওরফে লিয়ন শরীফের বিরুদ্ধে ২টি, মো. ইমরান হোসেন ওরফে ট্যাটু ইমরানের বিরুদ্ধে ১টি, ফজলে রাব্বি রাজনের বিরুদ্ধে ১টি, মো. রিপনের বিরুদ্ধে ১টি, মো. ইমরানুজ্জামানের বিরুদ্ধে ১টি মামলা আছে।

ভিওডি বাংলা/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন