• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোনো ব্যবসায়ী

আমাদের একটি টাকাও চাঁদা দেয়নি: ছাত্রদল সভাপতি

   ১ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

দলের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে নাকচ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন কোনো ব্যবসায়ী তাদের দলকে একটি টাকাও চাঁদা দেয়নি। এই কালচার বিলুপ্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘সর্বশেষ রমজান মাসে আমরা অসংখ্য কর্মসূচী পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো রেস্ট পাইনি। আমরা শেষ রমজান পর্যন্ত চেষ্টা করেছি একটি ছাত্র সংগঠন হিসেবে, একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এই অসংখ্য কর্মসূচি পালন করতে গিয়ে এবং আজকের এই ঈদকে কেন্দ্র করে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক নিউজ পাওয়া যায়নি।

ছাত্রদল সভাপতি বলেন, ‘বৃহৎ আকারে কোনো চাঁদাবাজি হয়নি। বিগত সময়ে বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আসতো রাজনৈতিক দলের যারা ক্ষমতায় ছিলো তাদের জন্য। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের কোনো ব্যবসায়ী আমাদেরকে একটি টাকা চাঁদা বাবদ বা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়নি। কারণ সেই কালচার সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে। বিগত ফ্যাসিবাদের সময় যেই ছাত্র রাজনীতি বাংলাদেশ দেখেছে, সেই ছাত্র রাজিনীতি আর নেই।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস