• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা অঞ্চলের ভোক্তা পরিচালক

জব্বার মণ্ডলের নামে ফেসবুক ভুয়া আইডি, করলেন জিডি

   ১ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রমজানসহ বছরজুড়ে বাজারে ন্যায্যমূল্য পণ্য বিক্রি নিশ্চিত করা, ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষায় কাজ করে প্রশংসা কুড়িয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলোচিত মুখ ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নামে ফেসবুকে একাধিক আইডি খোলা হয়েছে। যেগুলো ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কায় এই কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন তেজগাঁও থানায় করা জিডিতে (নম্বর— ১৬৯৯) আব্দুল জব্বার মন্ডল উল্লেখ করেন, তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। পাশাপাশি তিনি লেখেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।’

চলতি বছরের রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। যেসব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মন্ডলকে।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার