• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভারত থেকে দেশে এসে সন্ত্রাসী গ্রেপ্তার

   ৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পি.এম.

নেত্রকোনা প্রতিনিধিঃ 

ভারত থেকে দেশে এসে সন্ত্রাসী অলি আহমেদ গ্রেপ্তার হয়েছেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তিনি গ্রেপ্তার হন। এর আগে তিনি ভারতে পলাতক ছিলেন।

বুধবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ত্রাসী অলি আহমেদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে।

একাধিক সূত্রে জানা গেছে, অলি আহমেদ ২০২৪ সালে কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তবে তার অপরাধ জগতের ইতিহাস আরও পুরোনো। ২০০৮ সালে সাত বছরের শিশু সৈকতকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার অপরাধে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।

পরবর্তীতে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু রহস্যজনকভাবে মাত্র চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। তবে সম্প্রতি ঈদ উপলক্ষে বাংলাদেশে ফেরার পরই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে  কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, অলি আহমেদ দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চোরাচালানের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন