• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফেরার সময় বেঁধে দিল সৌদি

   ৮ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পি.এম.
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বিদেশি মুসল্লিদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্ধারিত সময়সীমা ঘোষণা করেছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের ২৯ এপ্রিল (১ জিলকদ) হলো সৌদি আরব ত্যাগের সর্বশেষ দিন।

মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো হজ মৌসুম শুরুর আগেই ওমরাহ পালনকারীদের সৌদি আরব থেকে প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। কারণ, ১ জিলকদ থেকে হজ প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে যেসব ওমরাহ যাত্রী ১৫ শাওয়াল (১৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করবেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে ওমরাহ পালন শেষে ফিরে যেতে পারবেন।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর সৌদি আরবে অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকেও আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে। এ ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।
 
প্রসঙ্গত, হজ মৌসুমে পবিত্র কাবা শরিফে ২০ লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটে। তাই এ সময়টাতে নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সৌদি সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে ওমরাহ যাত্রীদের প্রস্থান নিশ্চিত করে থাকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া