• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দাম বাড়ছে সবজির বাজার, কমেছে মাংসের দাম

   ১১ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঈদের পর আবারো চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। বিক্রেতার হাঁকডাক আর ক্রেতার দর কষাকষিতে জমে উঠেছে বাজার। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেশকিছু সবজির দাম বেড়েছে। তবে গরু ও মুরগির মাংসের দাম কমেছে।

রাজধানীর কারওয়ান বাজারে বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকা বেড়ে শসা কেজি প্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পটল ৮০ টাকা ও ঢেঁড়স ৬০ টাকায় মিলছে।

এদিকে, লেবুর দাম কমেছে। মানভেদে ৪০ থেকে ৮০টাকা পর্যন্ত প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে। বাজারে উঠেছে কাঁচা আম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে।

একজন বিক্রেতা বলেন, শুক্রবার বেশিরভাগ মানুষ বাজারমুখী হওয়ায় এদিন দাম একটু বেশী থাকে। আরেকজন বিক্রেতা বলে, ঈদের পর এখনও বাজার পুরোপুরি জমে উঠেনি।

একজন ক্রেতা বলেন, শীতকালীন সবজি কমে আসায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে। আরেকজন বলেন, রোজার মাসের তুলনার সবজির দাম কিছুটা বেড়েছে।

অন্যদিকে, ঈদের আগে ২৩০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হলেও এখন তা ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। গরুর মাংসের দামও কমেছে। গত সপ্তাহে ৮০০ টাকায় কেজি বিক্রি হলেও এখন ৭৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/এম, 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর
৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর
নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার
নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার
ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর
ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর