• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়েছে: উপদেষ্টা ফারুকী

   ১২ এপ্রিল ২০২৫, ০৩:১১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

শেখ হাসিনার দোসররা ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক; তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এমনই কথা বলেছেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

শনিবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

সেখানে তিনি উল্লেখ করেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেনো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। 

তিনি লেখেন, রাতের এই ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেবো।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর