• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নববর্ষকে স্বাগত জানিয়ে আমিনুল হকের বৈশাখী শোভাযাত্রা

   ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পি.এম.
আমিনুল হকের নেতৃত্বে শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর পল্লবী ও রূপনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। 

পৃথকভাবে অনুষ্ঠিতব্য শোভাযাত্রা দুটি পল্লবী রুপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা সাধারণ মানুষের মাঝে আনন্দঘন অবস্থা বিরাজ করেছিল। তারা বলছেন দীর্ঘ ১৭ বছর পরে নববর্ষ উদযাপনে এরকম আনন্দ তারা আর কখনোই পায়নি।

শোভাযাত্রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন, সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে। বিশেষ করে তৃণমূল থেকে সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে আনন্দ উচ্ছ্বাস ভাগাভাগি করতে পারছে।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে বসবাসরত বাংলা ভাষাভাষী সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোন হানাহানি বিশৃঙ্খলা এবং কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে গড়তে চাই। 

পহেলা বৈশাখের প্রত্যয় ব্যক্ত করে আমিনুল হক বলেন, আমাদের সকলের ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ ও একটি আন্তরিকতাবোধ সম্পর্ক রেখে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। একটা সম্প্রতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।

তিনি বলেন, আমরা একজন বাংলাদেশী হিসেবে আমাদের দেশীয় সাংস্কৃতিকে প্রাধান্য দিয়ে "সবার আগে বাংলাদেশ " এই উপলব্ধি টুকু চিন্তা করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। 

বৈশাখী এ শোভাযাত্রায় অংশ নেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্মআহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এ্যাড রুনা লায়লা, যুগ্ম আহবায়ক লাইলী বেগম, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, বিএনপি নেতা শাহ আলম মোল্লা, যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, মোতালেব হোসেন রতন, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, রূপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপির  সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম, সহসভাপতি ফুতুন মিয়া,  পল্লবীর ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, যুবদল রূপনগর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাঈম হোসেনসহ প্রমুখ।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতারা।

এর আগে সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সষ্টিউট এর আয়োজনে বাংলা নববর্ষের এক অনুষ্ঠানে আমিনুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জিনাত ফারহানা। স্কুল গভর্নিং বডির সভাপতি মোকছেদুর রহমান আবির বিশেষ অতিথির বক্তব্য দেন। এরপরে তিনি মিরপুরের সাংবাদিক প্লটে দূর্ঘটনায় আহত প্যারাডাইস স্কুলের ছাত্র রাফিনকে হুইল চেয়ার ও নগদ অর্থ দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি