• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিএনপির মামলা

মতিঝিলে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি’র অভিযোগ

   ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১৪ এপ্রিল) মতিঝিল থানায় এ মামলা করা হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

পোস্টে আরও বলা হয়, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মতিঝিল থানার কোনো কমিটি নেই। কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি নেই। কমিটি গঠন করার লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে। ভিডিওতে ওই দুর্বৃত্তের বিরুদ্ধে মতিঝিল থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত হয়ে তাকে আইনের আওতায় আনতে মামলা দায়ের করছেন।

সোমবার ১৪ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক(দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি পরিচয়ে অন্য এক ব্যক্তিকে দোকান থেকে তুলে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির স্পষ্ট বক্তব্য হলো যে, দীর্ঘদিন যাবৎ মতিঝিল থানায় বিএনপির কোন সাংগঠনিক কমিটি নেই, তাই বিএনপির সভাপতি পরিচয় দেয়াটা প্রতারনা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মতিঝিল থানায় উপস্থিত হয়ে এই প্রতারকের বিরুদ্ধে মামলা করেছে এবং তাকে দ্রæত আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সকল ধরনের অনৈতিক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অভিযোগ প্রাপ্তির পরেই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা চলমান রয়েছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক, সদস্য সচিব এবং দফতরের ৪টি মোবাইল নম্বর দেয়া হয়েছে, জনসাধারণ যেন এ ধরনের যেকোন অভিযোগ মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করতে পারেন। নাগরিকদের শান্তি, শৃংখলা ও নাগরিক অধিকার হরণকারী যেকোন ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অত্যন্ত সচেতন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে বদ্ধপরিকর। এই বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার