• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দেশে ফিরলেন মির্জা ফখরুল

‘নির্বাচনের রোডম্যাপ বিষয়টি নিশ্চয়ই সমাধান হবে’

   ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

এবারের বৈশাখ ‘নতুন বাংলাদেশ সৃষ্টি করবে’ এমন প্রত্যাশা ব্যক্ত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দেরের টার্মিনালে  সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি যে, বাংলা নববর্ষ ১৪৩২ গোটা জাতির জন্যে একটা নতুন দিগন্ত নিয়ে আসবে... প্রতিটি মানুষের মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে... এটাই আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি যে, আমাদের অতীতের সমস্ত ধুলোবালি, অতীতের জঞ্জাল সব কিছু উড়িয়ে দিয়ে এই নতুন বছর, পহেলা বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।’

সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিনী রাহাত আরা বেগম স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরেন। গত ৬ এপ্রিল তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।

‘নির্বাচন প্রসঙ্গে’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা তো সবসময় বলে আসছি যে, আমরা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিসন্দেহে এটা সম্ভব হবে এবং আমরা সফল হবো।’

নির্বাচন নিয়ে যে সংকট বা ধুঁয়াশা সৃষ্টি হচ্ছে তা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ এই সমস্যারও সমাধান হবে।”

বুধবার বেলা ১২টায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন। আগে এই সময়সূচি নির্ধারণ করা আছে। সেখানে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবির বিষয়টি বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা কাছে আবারও উস্থাপন করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর থেকে সোমবার সন্ধ্যায় ঢাকা পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম।

৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত