• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩ দিনেও খোঁজ মেলেনি অপহৃত পাঁচ চবি শিক্ষার্থীর

   ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পি.এম.

চট্টগ্রাম প্রতিনিধি
তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ ৬ জন। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালালেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে জেলা সদরের পানখাইয়াপাড়া, মধুপুর ও আশপাশের এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত অপহৃতদের পরিবার থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। অপহরণকারীরা যেসব এলাকায় লুকিয়ে থাকতে পারে, সেসব স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে।

এর আগে, গত বুধবার খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতাসহ পাঁচ শিক্ষার্থী ও আরও একজন অপহৃত হন। ঘটনার জন্য ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী করছে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস। তবে ইউপিডিএফ পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যা: কুমিল্লা সীমান্তে দুই শুটার গ্রেপ্তার
‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যা: কুমিল্লা সীমান্তে দুই শুটার গ্রেপ্তার
প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
বিশৃঙ্খলার জন্য গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল আ'লীগের
পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ বিশৃঙ্খলার জন্য গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল আ'লীগের