• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

উপদেষ্টাদের কথা ও কাজের মিল নেই: অলি আহমদ

   ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তার অভিযোগ, সরকার দেশের জন্য নয়, আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। তাছাড়া বাংলাদেশের বিষয়ে নাক না গলানোর জন্য ভারতের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। 

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চৌধুরী হাসান সারওয়ার্দীসহ পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে এলডিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতা, আন্তরিকতা ও অভিজ্ঞতার প্রমাণ দিতে পারেনি। আপনারা (সরকার) প্রায় ৯ মাস ক্ষমতায় আছেন। মনে হচ্ছে, ক্ষমতা ভোগ করছেন। জনগণের সমস্যা নিরসনে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দৃশ্যমান নেই। পাঁচ আগস্টের পর স্বৈরাচারের গুণ্ডাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ যে মামলাগুলো করেছে, অভিযোগ দাখিল করেছে- স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত উক্ত মামলাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃশ্যত কারো বিরুদ্ধে চার্জশিট দাখিল পর্যন্ত করে নাই।

কিছু কিছু জায়গায় ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, আমাদের ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়াও সঠিক হবে না। আমি এখানে সাবধান ও হুঁশিয়ার করে বলতে চাই, দেশ রক্তপাতের দিকে এগোচ্ছে। হয়তো আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সুতরাং সময় থাকতেই সঠিক পদক্ষেপ নেন। জনগণকে শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে দিন। শুধু মিষ্টি কথায় ভাষণ দিয়ে, দেশ চালানো যাবে না। এসব দিয়ে জনগণের সমস্যার সমাধান হবে না।

কর্নেল অলি বলেন, এলডিপিতে নতুন যোগদানকারী ডক্টর লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, SBP, OSP, BSP, ndc, psc সম্বন্ধে আপনাদেরকে অবহিত করতে চাই। তিনি একজন দক্ষ, মেধাবী এবং স্বনামধন্য সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত উচ্চশিক্ষিত ও সিনিয়র কর্মকর্তা। সমগ্র দেশের মানুষের কাছে তিনি একনামে পরিচিত। পার্বত্য চট্টগ্রামে অসীম সাহসিকতার সাথে দুষ্কৃতিকারীদের সম্মুখ আক্রমনে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হন। তাঁর এই সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য "বীর বিক্রম" খেতাবে ভূষিত হন। চাকুরীরত অবস্থায় তিনি অনেকগুলি গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম যেমন- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর ভাইস চ্যান্সেলর, ndc এর কমান্ডেন্ট ও নবম ডিভিশনের জিওসি ইত্যাদি।

সংস্কার শেষ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের জায়গায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম