• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বড় পতনের মুখে পুঁজিবাজার

   ২১ এপ্রিল ২০২৫, ০৬:২২ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

টানা এক সপ্তাহ পতনের পর নতুন সপ্তাহও শুরু হয়েছে পতন দিয়ে, যার ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও বড় পতনের মুখে পড়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২১ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ৮ এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৯ পয়েন্ট।

সূচক কমার পাশাপাশি ঢাকার বাজারে কমেছে সামগ্রিক লেনদেনও। চলতি সপ্তাহের শুরুতেই লেনদেন নেমে এসেছে ৩৫০ কোটি টাকার ঘরে। সোমবার ডিএসইতে মোট ৩৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে।

সূচক এবং লেনদেন কমার পাশাপাশি দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১০৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৩৪ কোম্পানির। ৬০ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড প্রতিটি ক্যাটাগরিতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ছিল তলানিতে। বিশেষ করে এ ক্যাটাগরির ২১৯ কোম্পানির মধ্যে ৪৯ কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৪১ কোম্পানির। অপরিবর্তিত ছিল ২৯ কোম্পানির দাম।

তালিকাভুক্ত ৩৬ মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম ছিল নিম্নমুখী। ৪ কোম্পানির ইউনিটের দাম বাড়লেও কমেছে ২২ এবং অপরিবর্তিত আছে ১০ কোম্পানির ইউনিটের দাম।

ডিএসই ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানি ১৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে। এরমধ্যে মিডল্যান্ড ব্যাংক সর্বোচ্চ ৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

৯ দশমিক ৮৭ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে আছে শাহবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। অন্যদিকে ৯ দশমিক ৯৮ শতাংশ দর হারিয়ে তলানিতে বিচ হ্যাচারি।

চট্টগ্রামেও পতন

ঢাকার মতো সমানতালে পতনের মুখোমুখি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সারা দিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক কমেছে ৬২ পয়েন্ট।

অন্যান্য সূচকের মধ্যে বেঞ্চমার্ক সূচক সিএসই-৫০ এবং শরিয়াভিত্তিক সিএসআই কমেছে ৬ পয়েন্ট করে।

লেনদেনে অংশ নেওয়া ১৯৮ কোম্পানির মধ্যে দাম কমেছে ১১৪ কোম্পানির। ৪৭ কোম্পানির শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী এবং অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকার মতো চট্টগ্রামেও লেনদেনের শীর্ষে শাহবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। অন্যদিকে ১০ শতাংশ দর হারিয়ে সিএসইতে তলানিতে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব