• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদ-প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মেয়াদ চার বছরে জামায়াতের দ্বিমত

   ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে প্রস্তাবে দ্বিমত জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

কমিশনের পক্ষে সংসদসহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মেয়াদ চার বছরের কথা বলা হলে, জামায়াতে ইসলামী পক্ষ থেকে বলা হয়েছে, এতে আমরা একমত নই, এটা ঠিক হবে না।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ মুহাম্মদ তাহের।

তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান নিয়ে কথা হয়েছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। তবে আরও আলোচনা দরকার। আজ সব আলোচনা শেষ নাও হতে পারে।

আলোচনার শেষ ভাগে সব বিষয়ে বিস্তারিত জানাবেন উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চেয়েছি।

এর আগে সংলাপের শুরুতে তিনি বলেন, ইতিবাচক, বাস্তবসম্মত সংস্কারে জামায়াতে ইসলামী পূর্ণ সহযোগিতা করবে। মানুষের মধ্যে ব্যাপক হতাশা আছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা বা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা সময় বলে দেবে। নতুন যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন অতীতের মতো হারিয়ে না যায়। সে জন্য আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। প্রয়োজনে কঠোর হতে হবে। মৌলিক বিষয়গুলো সংশোধনের জন্য ভূমিকা পালন করতে হবে।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত দৃঢ় অঙ্গীকারবদ্ধ দা‌বি ক‌রে আব্দুল্লাহ তাহের বলেন, আমরা কোনও রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না। বাং‌লা‌দে‌শের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেব না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার