• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার- আবদুস সালাম

   ২৬ এপ্রিল ২০২৫, ০৩:০০ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি- ভিওডি বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম বলেছেন, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, এটি এখন জনগণের দাবি। কারণ, দীর্ঘ ১৭ বছর নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করেছে মানুষ। জনগণ ঠিক করবে দেশ কে পরিচালনা করবে।’

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র ও নির্বাচন এখন সোনার হরিণে পরিণত হয়েছে বলে মন্তব্য করে আবদুস সালাম বলেন, ভোট ও গণতন্ত্র শুধু বিএনপির জন্য নয়; সব রাজনৈতিক দল ও দেশের জনগণের প্রয়োজন। বিএনপি এদেশের সংস্কার করেছে আর কোনো দল করেনি। সংস্কার বিএনপিও চায়, সবার আগে এ কথা বিএনপিই বলেছে।’

অন্তর্বর্তী সরকারকে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে। তাই দেশকে বাঁচাতে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার আশপাশের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। বিএনপি চায় না সরকার ব্যর্থ হোক।’

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে প্রত্যাশা আবদুস সালামের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী