• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

   ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২২৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৭০৬ কোটি টাকার বেশি। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে আসছে ৮ কোটি ৭৩ লাখ ডলারের বেশি বা ১ হাজার ৬৬ কোটি টাকা। রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের (এপ্রিল) প্রথম ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন আসে প্রায় ১০ দশমিক ৬১ কোটি ডলার বা ১২৯৫ কোটি টাকা করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর
৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর
নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার
নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার
ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর
ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর