• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকারি জে জে কে এম গার্লস কলেজে প্রথমবার ছাত্রদলের কমিটি ঘোষণা

   ৪ মে ২০২৫, ১১:১৯ এ.এম.

জামালপুর প্রতিনিধি: 

জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে ঊর্মি আক্তারকে সভাপতি ও ইসরাত জান্নাত ছায়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সুজন ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বিপ্লবের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার রাতে ছাত্রদলের অফিশিয়াল ভেরিভায়েড ফেসবুক আইডিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মেহরাজ আক্তার, সহসভাপতি মোহনা মীম, সহসভাপতি মিশিলা আক্তার মীম, সহসভাপতি তাসনিয়া কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাহা ইসলাম উপমা, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জান্নাত ফারহানা, রুমানী, শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক তোহফা জান্নাত।

জামালপুরে জাহেদা শফিক কলেজের পর এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটিতে এই প্রথম জাতীয়তাবাদী ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ ছাড়া ইসলামপুর মহিলা সামাদ পারভেজ কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে বলে জানা যায়।

কমিটিতে ১৫ সদস্য অন্তর্ভুক্ত করে আংশিক ঘোষণা দেওয়া হয়েছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের
ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী