• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ব্রাক ও আনসার ভিডিপি ব্যাংক

দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি জালিয়াতির অভিযোগ

   ৭ মে ২০২৫, ০৫:৩৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

নাগরিকদের সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি) বুধবার (৭ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৬ মে) তাদের রুটিন মনিটরিংয়ে সময় ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে তাদের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এ দুটো প্রতিষ্ঠান হলো আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। সাময়িকভাবে ওই দুটি প্রতিষ্ঠানের যাচাই সেবা বন্ধ করা হয়েছে। কীভাবে তথ্য ফাঁস হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবীর আরও বলেন, ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান তাদের এনআইডি অনুবিভাগ এর সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছে, এটার ব্যাপারে তাদের যে নিয়মকানুন রয়েছে সেগুলো নিশ্চিত করতে। যারা জড়িত বলে তাদের তদন্তে মনে  হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের কাছে আসতে বলেছে। এরপর চুক্তি অনুযায়ী যা যা করা দরকার, তা করা হবে বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগ।

নিজেদের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আমরা প্রথম থেকেই মনে করি এ ডেটা আপনাদের, আমাদের, সকলের। আমরা সবাই নিরাপদ থাকব। নিরাপদ রাখার স্বার্থে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি-এ দুটো জায়গা থেকে তথ্য লিক হচ্ছে তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, তাদের প্রতিষ্ঠানে নতুন গ্রাহক সেজে একজন বেশ কয়েকবার প্রতারণা করার চেষ্টা করেছিল। তবে কোনো তথ্য ফাঁস হয়নি। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবাও বন্ধ রয়েছে। এবার আরও দুটি প্রতিষ্ঠানে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেলো।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়