• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারত-পাকিস্তান উত্তেজনা, সংযমের আহ্বান তারেক রহমানের

   ৭ মে ২০২৫, ০৮:৩১ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সামরিক হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সকল পক্ষকে সংযম প্রদর্শন ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ মে) তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

তিনি বলেন, ‘আমরা অংশীদারদের সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।’

বিএনপি নেতা বলেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে নির্মিত একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।

ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগ তৈরি করেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত