• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইন্ডিপেন্ডেন্ট অব জুডিশিয়ারি চায় বিএনপি

   ৮ মে ২০২৫, ০৭:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উচ্চ ও নিম্ন আদালত, রাজনীতিবীদ, আমলা ও অন্যান্য অঙ্গনের নির্বাহীদের জবাবদিহিতা থাকতে হবে। বিগত সময়ে বিচার বিভাগে যেভাবে শক্তি প্রদর্শনের চর্চা হয়েছে, তাতে যদি তারা (বিচারকরা) মওকুফ পেয়ে যায়, আগামীতে জুডিশয়ারির বিরুদ্ধে অভ্যুত্থান হবে।

বৃহস্পতিবার (৮ মে) সুপ্রিম কোর্টের মিলনায়তনে আইনজীবী এ জে মোহাম্মদ আলী মৃত্যুবার্ষিকীর আলোচনা এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিচার বিভাগের জন্যই ইন্ডিপেন্ডেন্ট অব জুডিশিয়ারি চায় বিএনপি। এর আগে ফ্যাসিস্টদের দোসরদের হাইকোর্ট থেকে অপসারণ করতে হবে। যাতে তারা সেই স্বাধীনতার সুযোগ না পায়। ২০২৪ সালের নির্বাচনের আগে রাতে কোর্ট বসিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দেয়া হয়েছে। নিম্ন আদালতের ১৬৮ জন বিচারক বিএনপিকে দমন করার জন্য কাজ করেছে। এছাড়া, হাইকোর্টেও ৩০ জন ফ্যাসিবাদের দোসর বসে রয়েছে। যারা রায়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে; তাদেরকে সরাতে হবে।

সালাহউদ্দিন বলেন, পুলিশসহ অন্যান্য বিভাগে অনেকে ফ্যাসিবাদের দোসর সহায়তা করেছে। তাদের মধ্যে কেউ কেউ অবসরে গিয়েছেন। শুধুমাত্র অবসরে গিয়ে তারা ক্ষমা পেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো না। সবাইকে রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার