• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ঢাকা কলেজ ছাত্রদল

   ৯ মে ২০২৫, ০১:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদকঃ 

নিষিদ্ধঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত দুইটায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা উসমাউল বাহার হিরো। তিনি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ২০৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের ভাষ্যমতে, ছাত্রলীগ নেতা বাহার হিরো গত বছরের গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই সায়েন্স ল্যাবে কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় অন্যতম ভূমিকা পালন করেন। তিনি ছাত্রলীগ সন্ত্রাসী রাউফুর রহমান সোহেলের ডান হাত ছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে হিরোকে দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ নেতা বাহার হিরোর কাছে থেকে আগামীকাল সকালে সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগের মিছিলের পরিকল্পনার তথ্য পেয়েছি। তার অসৎ উদ্দেশ্য ছিল। পরে তাকে নিউমার্কেট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে জানতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন উদ্দিন সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন