• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে জেপিবি'র একাত্মতা

   ৯ মে ২০২৫, ০৪:২২ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ও নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (৯ মে) লন্ডন থেকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থানের কথা জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পারিবারিক প্রয়োজনে বর্তমানে আমি লন্ডনে অবস্থান করায় সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি। তাই ভিডিও বার্তায় পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘২৪ এর চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করি। তাই কোনও ফ্যাসিস্টকে মেনে নেওয়া হবে না। দেশে ফিরে আন্দোলনকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।’

তিনি জানান, জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ দলের অন্যান্য নেতাদের নিয়ে ছাত্র-জনতার পাশে রয়েছেন।

জনতার পার্টি বাংলাদেশের সমন্বয়ক নূরুল কাদের সোহেল বলেন, ‘আমাদের অবস্থান ফ্যাসীবাদের বিপক্ষে। দলীয় সভাপতির নির্দেশে আমাদের নেতাকর্মীরা আন্দোলনকারীদের পাশে রয়েছেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত