• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ'লীগ নিষিদ্ধের প্রশ্নে আপস হবে না: নুরুল হক

   ১০ মে ২০২৫, ০৩:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ফ্যাসিবাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এই প্রশ্নে কোনো আপস হবে না।’

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলন আরও জোড়ালো হবে।’

ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকেও এতোদিন কেন আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নিল না- এমন প্রশ্ন করেন তিনি। এ সময় স্বারকলিপি দিতে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবে বলেও জানান নুর।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘এই সরকারের ৯ মাস অতিবাহিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। সরকার একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আবার বিচারের নামে তামাশা করছে। আমরা গণহত্যার বিচার চাই। আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের