• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাট ও কাপড়ের ব্যাগ সহজলভ্য হবে : রিজওয়ানা হাসান

   ১৪ মে ২০২৫, ০৯:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিনের বিকল্প পাটের ব্যাগ ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়ার চেষ্টা করব। যাতে মানুষের অভ্যাসে একটা পরিবর্তন আসে। এতে করে পলিথিনের মতো পাট ও কাপড়ের ব্যাগও সহজলভ্য হবে।

মঙ্গলবার (১৩ মে) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের হলরুমে ‘প্লিজ প্রজেক্টের’ ‘ন্যাশনাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ যেগুলো আমরা যুব সম্প্রদায়কে দিয়ে বা পাটকল যারা করেন, তাদেরকে বলে দেব যেন আমাদেরকে ওগুলো বানিয়ে দেন সুলভ মূল্যে ক্রেতাদের দিতে পারি।

উপদেষ্টা বলেন, অনেক বড় বড় শপিং মল একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে। যুক্তিটা ভ্রান্ত এবং যুক্তিটা উদ্দেশ্যপ্রণোদিত। সেটা হচ্ছে- তাদের ক্রেতারা ৪০ টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে চায় না। কিন্তু এ ক্রেতারাই যখন বিদেশে যায়, তখন কিন্তু তারা কোনো দিনও একটা ব্যাগ সস্তা পায় না, ফ্রি পায় না। তাদেরকে কিন্তু ৩-৪ ডলার দিয়ে কিনতে হয়।

তিনি বলেন, বাংলাদেশ কিন্তু প্লাস্টিক বর্জ্য অব্যবস্থাপনার দিক দিয়ে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে এক নাম্বারে। সকল বর্জ্য ব্যবস্থাপনাতেই আমাদের অবস্থা করুণ। সেটা আমাদেরকে উন্নত করতে হবে এবং সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকার একই সঙ্গে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাজার থেকে ধীরে ধীরে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে জাতিগতভাবে যে আমরা দায়িত্বশীল- এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারব। যদি আফ্রিকার দেশ তানজানিয়া পারে, যদি আফ্রিকার দেশ রুয়ান্ডা পারে, তাহলে আমরা কেন পারব না, শুধু এ পলিথিন শপিং ব্যাগ না আমরা নিষেধাজ্ঞার প্রক্রিয়াটা অন্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো খুব প্রয়োজনীয় না, যেগুলোর বিকল্প খুব রেডিলি অ্যাভেইলেবল আছে বাজারে, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছি এবং জুন মাসের পর বাজারে আনার ওপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তিনি আরো বলেন, যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, তাহলে তাদের বর্জ্য ব্যবস্থাপনায় তেমন বড় সমস্যা নেই। ইউরোপের কি বর্জ্য ব্যবস্থাপনায় খুব সমস্যা আছে? তারপরেও ইউরোপ কিন্তু কতগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করে দিয়েছে।

উপদেষ্টা বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিফিআইডিসি) একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনে যেতে, রাবার থেকে ধীরে ধীরে বেরিয়ে বাঁশ ও বেতের পণ্য তৈরির দিকে অগ্রসর হওয়ার জন্য নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত