• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

ইবিতে আবৃত্তি প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা

   ১৪ মে ২০২৫, ০৩:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবদুল মাজেদ সাগর ও নওশীন পর্নিনী সুম্মার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সংগঠনিক সম্পাদক  খান মাজহারুল হক লিপু, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, সংগঠনটির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আবু রায়হানসহ সংগঠনটির অন্যান্য সদস্য ও  শিক্ষার্থীবৃন্দ।

জাতীয় সংগীতে মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। আবৃত্তি প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বিদায়ী শিক্ষার্থীরা বলেন, এই সংগঠনটা একটা  পরিবারের মতো, যাদের মাঝে থাকলে দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। এখানে সিনিয়ার জুনিরের মধ্যে একটা সেতু বন্ধন আছে। অল্প সংখ্যক সদস্য নিয়ে যেভাবে এতো দূর এসেছি,  আশা করি আপনারা এ সংগঠনকে আরো উপরে নিয়ে যাবেন।

সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী বলেন, আমাদের সংগঠন থেকে কখনো কেউ বিদায় নেয় না। যারা চলে গেছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই সংগঠনের সাথে যুক্ত আছি। আমি ‘আবৃত্তি আবৃত্তি’ থেকে শিখেছি কীভবে কথা বলতে হয়।

এসময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সংগঠনিক সম্পাদক  খান মাজহারুল হক লিপু বলেন, ২২ বছর ধরে ইবির ‘আবৃত্তি আবৃত্তি’র সাথে যুক্ত আছি। এতোদিন পরও আমার মনে হয়  এখনো যেন সেই আগের তারাই আছে, কারণ আন্তরিকতার কোনো ঘাততি দেখি না।

উল্লেখ্য, আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজিয়া ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০২০-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিন্নাত মালিয়াত সীমা এবং তৃতীয় স্থান অর্জ করেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আহনাফউজ্জমান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য সার্টিফিকেটের ব্যাবস্থা করা হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা খানম আর নেই
ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা খানম আর নেই
ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা
ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা