• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তথ্য উপদেষ্টার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

   ১৫ মে ২০২৫, ১০:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের সভাপতি ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হন তথ্য উপদেষ্টা। তিনি খোলা মনে ছাত্রদের বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ আন্দোলকারীদের মধ্য থেকে কোনো এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারে। এতে তিনি আহত হন। 

বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি কোন বিবেকবান ছাত্র এ কাজ করতে পারে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতকারী বা স্বাধীনতা বিরোধীদের প্ররোচনায় কেউ এ ধরনের অপকর্ম করে থাকতে পারে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছে সংগঠনটি।  

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া