• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নিবন্ধন চায় নতুন ৬৫ রাজনৈতিক দল

   ১৬ মে ২০২৫, ০৫:৫২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
নির্বাচন কমিশনের নিবন্ধন চায় ৬৫টি নতুন রাজনৈতিক দল। তবে অধিকাংশ রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত মেনে আবেদন করেনি। সরেজমিনে পরিদর্শন করে কোন কোন দলের কেন্দ্রীয় কার্যালয় পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন এসব দলের ক্ষেত্রে সতর্ক হতে হবে নির্বাচন কমিশনকে। 

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করার পর, ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে। এরমধ্যে ৫০টি দল শর্ত অনুযায়ী সকল কমিটির দালিলিক প্রমাণ জমা দিতে পারেনি। দলগুলোর দেয়া ঠিকানা অনুযায়ী প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে ভিওডি বাংলা টিম। কয়েকটি দলের কার্যালয়ই পাওয়া যায়নি। 

জিগাতলার রাইফেল স্কয়ারে বাংলাদেশ পাক পাঞ্জাতন পার্টির কার্যালয় থাকার কথা। তবে কার্যালয়টি পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করে দলের নায়েবে আমীরকে পাওয়া যায়নি। ধানমন্ডি মধুবাজারের এই ভবনে বাংলাদেশ শান্তির দলের প্রধান কার্যালয়। দলের চেয়ারম্যান নিজের বাসাতেই ছোট্ট এক রুমে কার্যালয় করেছেন। দলের সাইনবোর্ডও নেই।

কাকরাইলের রোকেয়া মঞ্জিলের পঞ্চম তলায় অহিংস গণ আন্দোলনের কার্যালয় থাকার কথা। দলের চেয়ারম্যান মো. আবদুল্লাহ জানান, বন্ধুর অফিস আপাতত দলের জন্য ব্যবহার করছেন। তবে, বাড়ির কেয়ারটেকার বললেন তিনি জানেন না এই অফিসের ব্যাপারে।

তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের এই ভবনে বেশকিছু রাজনৈতিক দলের কার্যালয়। চতুর্থ তলার অন্ধকার গলির ৪১৩ নম্বর কক্ষটি ন্যাপ ভাসানী নামের রাজনৈতিক দলের বলে ঠিকানা দেয়া হয়েছে নির্বাচন কমিশনে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় এটি একটি ল চেম্বার। দলের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভুলে এই ঠিকানা দিয়েছেন তিনি।

ভবনের ষষ্ঠ তলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-মার্কসবাদীর কার্যালয়। ৫ ফুট বাই ৭ ফুটের একটিকক্ষে দলটির কার্যালয়। দলের সভাপতি এম এ সামাদ পূর্বে জেপি ও বিএনএফ থেকে সংসদ নির্বাচনে এবং গণফ্রন্ট থেকে ডিএসসিসি’র মেয়র পদে নির্বাচন করেছেন। কার্যালয়ে গিয়ে প্রথমে কাউকে পাওয়া যায়নি।

তবে দলটির কার্যক্রম সম্পর্কে জানেন এমন একজন জানালেন, সক্রিয় কার্যক্রম নেই তাদের, মিথ্যা তথ্য দিয়ে অফিস ভাড়া নিয়েছেন।

ভিন্ন চিত্রও আছে। একই ফ্লোরে আছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সক্রিয় কার্যালয়। সেখানে গিয়ে বিভিন্ন কর্মসূচীর প্রস্তুতি ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের ব্যস্ত থাকতে দেখা যায়। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে দলটি নিবন্ধনের আবেদন করেছে বলেও জানান দলের নেতারা।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর অধ্যাপক সাব্বীর আহমেদ বলেন, ভুঁইফোড় রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য সহায়ক নয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ