• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতে আসতে পারেন হাসিনাপুত্র জয়

   ১৮ মে ২০২৫, ০২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

ভারতে আসতে পারেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। খবরটি সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে মা’র দেখা হতে চলেছে।

আওয়ামী লীগের নির্বাসিত নেতারা জয়ের এই সফর নিয়ে আশাবাদী উল্লেখ করে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।

এতে প্রকাশিত কমলিকা সেনগুপ্তর প্রতিবেদনে বলা হয়েছে, ‘জয়ের সম্ভাব্য সফর এমন এক সময়ে হচ্ছে যখন কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।’

নিউজ১৮-এর সঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের জনৈক সাবেক মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে খুবই আশাবাদী যে তিনি (জয়) শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গেও কথা বলবেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। তারপর থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি। 

ছেলে জয় বেশ কয়েক বছর ধরে মায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের ফেসবুক থেকে এসব তথ্য জানা গেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু