• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আত্মপ্রকাশ করল নতুন সংগঠন ‘যুবমিশন’

   ২৩ মে ২০২৫, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

"বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাগো যুব জাগো" স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করল নতুন যুবসংগঠন বাংলাদেশ যুব মিশন। 

শুক্রবার (২৩ মে) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব মিশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক হিসাবে সালমান খান বাদশা ও সদস্য সচিব মো. মাহমুদুল হাসান জাবেরের নাম ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইরান বলেন, আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রী ও দলীয় নেতা পালিয়েছে, কিছু গ্রেফতার হয়েছে। ১৭ বছরে প্রশাসনের দোসররা নানামুখী চক্রান্ত করছে। পালিয়ে যাওয়া ও লুকিয়ে থাকা অপশক্তি দেশী-বিদেশী অপশক্তির সহায়তায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডার মাধ্যমে ষড়যন্ত্র করছে। ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের শক্তিগুলোর মধ্যে অনৈক্য, বিদ্বেষ হানাহানি বিভক্তি বিভাজন ও দোষারোপে রাজনীতি পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ তৈরী করছে।

তািনি দেশপ্রেমিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে সর্বদলীয় সংলাপের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মুফতি তরিকুল ইসলাম সাদি, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, লেবার পার্টির দক্ষিণ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,  উত্তর সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, বাংলাদেশ ছাত্র মিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন। এছাড়া ১৩টি যুব সংগঠনের প্রতিনিধি গন বক্তব্য রাখেন। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন নিয়ে নতুন শঙ্কায় বিএনপি
নির্বাচন নিয়ে নতুন শঙ্কায় বিএনপি
নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে : দুদু
নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে : দুদু
ইসলামি শাসন কায়েম করার সুযোগ এসেছে
ইসলামি শাসন কায়েম করার সুযোগ এসেছে