• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নির্বাচনের জন্যই সংস্কার ও বিচার প্রয়োজন : নাহিদ

   ২৯ মে ২০২৫, ০৯:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ রেখে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি, নির্বাচন আপনি নির্ধারিত সময় অনুযায়ী করেন। কিন্তু নির্বাচনের আগে এই সংস্কার ও বিচার সম্পূর্ণ করেন এবং সেই পরিকল্পনার রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করুন।’

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানী মোহাম্মদপুরে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষৎ শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ভোট চাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে মানুষের কাছে যেতে হবে। শহীদ পরিবারের কাছে যেতে হবে। তখন রাজনৈতিক দলগুলো প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে।’

তিনি বলেন, ‘অন্তবর্তী সরকার গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছে। আর এই প্রতিশ্রুতি হচ্ছে বিচার, সংস্কার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। ফলে অবশ্যই এই সরকারকে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।’

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পথসভা করেন।

এ সময় বিহারি জনগোষ্ঠীর উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের ধর্ম, জাতি পরিচয়, সম্প্রদায়ের পরিচয় ও ভাষাগত পরিচয় আলাদা হতে পারে। কিন্তু আমরা নাগরিক হিসেবে একই রাষ্ট্রে বসবাস করি। এই রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন ও বস্ত্র থেকে শুরু করে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার রয়েছে সেই অধিকার সবারই পাওয়ার অধিকার রয়েছে। ফলে আমরা সে রকমই একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই। এটা আমাদের স্বপ্ন। আমরা বিশ্বাস করি, এই স্বপ্নের জন্যই গণ-অভ্যুত্থান ঘটেছিল। ফলে এই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারন করে আমরা এগিয়ে যাব।’

জেনেভা ক্যাম্পে পথসভা শেষে মোহাম্মদপুরের টাউনহলে পথসভা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাউনহলের পথসভায় তিনি বলেন, ‘আমরা এখানে দলের কিংবা কোনো ব্যাক্তির প্রচারণা করতে আসিনি। আমরা এখানে আপনাদের কিছু কথা বলতে এসেছি। আমাদের এই প্রজন্মকে বিগত দেড় দশকে নির্যাতিত হতে হয়েছে, নীপিড়িত হতে হয়েছে। আমরা এমন একটা সরকারের অধীনে ছিলাম যেখানে আমাদের শিক্ষা ও কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা ছিলো না। ফলে এই জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিলো মূলত কর্মসংস্থানের দাবিতে। এ দেশের তরুণরা, এ দেশের ছাত্ররা তাঁরা তাঁদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছিলো।’

তিনি আরো বলেন, ‘আমাদের এইটুকু প্রত্যাশা আমাদের আর জীবন দিতে রাজপথে নামতে হবে না। বারবার আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নামতে চাই না। কিন্তু আমাদের ইতিহাস বলে আমাদেরকে বারবার রাস্তায় নামতে হয়। আমরা চাই এবারের গণঅভ্যুত্থান সফলতার দিকে যাক। আমাদের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সবাই এক সঙ্গে কাজ করবো।’

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা যেই বাংলাদেশে দাঁড়িয়ে আছি সেখানে কেউ রাস্তায় নেমে খুন হবে, গুম হয়ে যাবে এমন বাংলাদেশ আমরা আর চাই না। আমরা আর এমন ব্যবস্থাপনায় ফেরত যেতে চাই না যেখানে রাষ্ট্র এবং সরকার কোনো দলের কিংবা কোনো পক্ষের হয়ে কাজ করবে। রাষ্ট্র কাজ করবে সকল নাগরিকের জন্য। এনসিপি সেই লক্ষ্যেই কাজ করছে।’

মোহাম্মদপুরের টাউনহলে পথসভা শেষে নাহিদ ইসলাম মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় ও ধানমন্ডি ২৭ নম্বরে পথসভা করেন। এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় ও মোহাম্মদপুরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম