• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ

   ১ জুন ২০২৫, ১২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেলসদৃশ’ একটি পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১জুন) ভোরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে শিশু একাডেমির পাশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনের ফুটপাতে এই বিস্ফোরণ ঘটে। তার ভাষায়, ‘ককটেলের মতো দেখালেও এর ভেতরে ককটেলের সাধারণত যেসব বিস্ফোরক উপাদান থাকে, সেগুলো ছিল না।’

ঘটনার পর প্রাথমিক পর্যায়ে সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়েছে কি না—জানতে চাইলে ওসি বলেন, ‘আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ইতোমধ্যে অবহিত করেছি। এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, তদন্তও চলছে।’

এদিকে, একই দিনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের কথা রয়েছে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকার পরিপ্রেক্ষিতে এ অভিযোগ গঠন হতে পারে বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যা: কুমিল্লা সীমান্তে দুই শুটার গ্রেপ্তার
‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যা: কুমিল্লা সীমান্তে দুই শুটার গ্রেপ্তার
প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
বিশৃঙ্খলার জন্য গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল আ'লীগের
পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ বিশৃঙ্খলার জন্য গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল আ'লীগের