• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানুষের সেবক হয়ে কাজ করতে চাই : আমিনুল হক

   ১ জুন ২০২৫, ০৮:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

চার দিনের ভারী বর্ষণে পল্লবী রূপনগর থানার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ভারি বর্ষণ থেমে গেলেও তাদের ভোগান্তি কমেনি। গত চারদিন ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার  মানুষের মাঝে প্রতি বেলায় রান্না করা খাবার বিতরণ চলছে।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের  আহবায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকা পল্লবী রূপনগরের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন।

রবিবার (১ জুন) দুপুরে প্লাবিত বস্তিগুলো  পরিদর্শনে আসেন আমিনুল হক। এসময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নিতে তাদের কথা শুনেন এবং সবধরনের সাহায্য সহযোগিতার আশ্বস্ত করেন তিনি।

ঢাকা- ১৬ আসনের আওতাধীন বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত বস্তিগুলোর মধ্যে পল্লবী ২ নং ওয়ার্ড বেগুনটিলা বস্তি, ৫ নং ওয়ার্ড বাউনিয়াবাধ বস্তি, রূপনগর থানা ৯২ নং ওয়ার্ড দোয়ারীপাড়া বস্তি ও আরামবাগ বস্তি, আন্চলিক ৬ নং ওয়ার্ড ট ব্লক বস্তি ও চলন্তিকা বস্তির জন্য প্রতি বেলার খাবার সংশ্লিষ্ট বস্তির সামনেই আমিনুল হক এর সার্বিক তত্বাবধানে রান্না করা  হচ্ছে।  

খাবার বিতরণকালে আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দুর্ভোগ থাকবে, ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারগুলোকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে। 

এসময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে সেই পথেই আছি। মানুষের পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই।"

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর এর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ তার সঙ্গে ছিলেন। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত