• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিস্টার পাটোয়ারী শিষ্টাচার বহির্ভূত বাক্য বলা বন্ধ করুন: মুন্না

   ২ জুন ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নাসির উদ্দিন পাটোয়ারীকে সীমা অতিক্রম না করতে হুঁশিয়ারি দিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। রোববার (১ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মিস্টার পাটোয়ারী শিষ্টাচার বহির্ভূত বাক্য বলা বন্ধ করুন। সীমা অতিক্রম করবেন না।’

শনিবার (৩১ মে) রাতে রাজধানীর গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে নাম উল্লেখ না করে বিএনপিকে কেন্দ্র করে নানা রকম বিদ্রুপ মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে, এই ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। ইশরাক হোসেনের ইস্যুতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ফেল করেছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি আরও বলেন, যারা ক্ষমতার লোভে বেহুঁশ হয়ে আছেন, তাদের হুশে ফেরার আহবান জানাচ্ছি।

তার এসকল বক্তব্যকে কেন্দ্র করেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীকে নাম উল্লেখপূর্বক ফেইসবুকের স্ট্যাটাসে শিষ্টাচার বহির্ভূত বাক্য বলা বন্ধ করতে এবং সীমা অতিক্রম করতে না করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার