• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদযাত্রায় ছয়দিন বন্ধ থাকবে মহাসড়কে ভারী যান চলাচল

   ৩ জুন ২০২৫, ০৩:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট ও দুর্ভোগ এড়াতে ৬ দিন দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ৪ থেকে ৬ জুন এবং ১২ থেকে ১৪ জুন পর্যন্ত। তবে এ নিয়মের আওতায় পড়বে না কোরবানির পশুবাহী যান, খাদ্যপণ্য, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, সার এবং জ্বালানি পরিবহনের গাড়ি।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদযাত্রায় ঢাকা মহানগরী থেকে প্রায় ১ কোটির বেশি মানুষ নিজ নিজ এলাকায় যাবেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করবেন। এই সময়ে যানবাহনের চলাচল সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে:

রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না।

আন্তজেলা বাসগুলো টার্মিনালের ভেতর থেকে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যে যাবে। সড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো সম্পূর্ণ নিষিদ্ধ।

ঢাকা শহরের প্রবেশ ও বাহির হওয়ার রাস্তায় গাড়ি পার্কিং করা যাবে না।

ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ধোঁয়া নির্গমণকারী যান চলাচল নিষিদ্ধ।

ঢাকা থেকে বের হওয়ার নির্দিষ্ট রুট:

ঢাকা-আশুলিয়া মহাসড়কে (আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ) ৪-৬ জুন পর্যন্ত সব যানবাহন শুধুমাত্র একমুখীভাবে (ঢাকা থেকে বের হওয়ার জন্য) চলবে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে (এয়ারপোর্ট টু গাজীপুর) বিআরটি লেনে একই সময় একমুখী চলাচল হবে।

যানজট এড়াতে সাধারণ যানবাহনগুলোকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মিরপুর রোড, ঢাকা-কেরানীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিহার করে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

পশুর হাটসংক্রান্ত নির্দেশনা:

কোরবানির পশু পরিবহনকারী যানবাহন আনলোড করার জন্য এবং বিক্রি করা পশু লোড করার জন্য হাটের ভেতর পৃথক পৃথক জায়গা খালি রাখতে হবে। যদি হাটে পর্যাপ্ত জায়গা না থাকে, তবে নিকটবর্তী কোনো জায়গায় পৃথক পৃথক আনলোড এবং বিক্রীত পশু লোড করার স্থান নির্ধারণ নিশ্চিত করতে হবে।

সড়কে শৃঙ্খলা রক্ষায় কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে কোনো হাটে পশু নেওয়া হবে—এ বিষয়ে সুনির্দিষ্ট হাটের নামসংবলিত ব্যানার ট্রাকের সম্মুখে টাঙাতে হবে। হাইওয়ে বা গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোনো পশুর হাট ইজারা প্রদান না করা।

যদি কোনো পশুর হাট ঢাকা মহানগরের ফিডার রোড, সরু রোডের পাশে ইজারা দেওয়া হয়, তবে অবশ্যই সড়ক এবং হাটের মাঝে ছয় ফুট উঁচু প্রাচীর স্থাপন করতে হবে। সুবিধাজনক জায়গায় ‘এন্ট্রি’ ও পৃথক ‘এক্সিট’ রাখতে হবে।

পশুর হাটসংলগ্ন সড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে সহযোগিতার জন্য ইজারাদারেরা পর্যাপ্তসংখ্যক কর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।

পশুর হাটে গমনাগমনকারী রাস্তায় কোনোক্রমেই ক্রেতাদের গাড়ি, পশুবাহী ট্রাক ও পিকআপ পার্ক করা যাবে না। কেউ পার্ক করলে তাৎক্ষণিকভাবে গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হবে।

পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদযাত্রা ও পশুর হাট ঘিরে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া