• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রবাসীদের জন্য দূতাবাসের সেবা নিশ্চিত করতে হবে - এবি পার্টি

   ৩ জুন ২০২৫, ০৪:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পৃথিবীর শতাধিক দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সমস্যা বিবেচনায় নিয়ে তা সমাধানের লক্ষ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি হস্তান্তর করে। দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে এবি পার্টি।

মঙ্গলবার (৩ জুন) ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সহকারী শ্যাডো সম্পাদক ড. জাভেদ ইকবালের ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, আমরা প্রবাসীকল্যান উপদেষ্টাকে জানিয়েছি দেশের অর্থনীতির অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স। এটা অব্যাহত রাখতে তাদের সেবা নিশ্চিত করতে হবে। এসময় তিনি এবি পার্টির মূল উদ্বেগ এবং লিখিত প্রস্তাবসমূহ তুলে ধরেন।

পাসপোর্ট নবায়ন এবং হোম ডেলিভারি, পেমেন্ট সিস্টেমের সংস্কার, সুবিন্যস্ত অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, কারাবন্দী বাংলাদেশীদের প্রত্যাবাসন নিশ্চিত করা এবং একটি ওয়ান-স্টপ আইনি পরিষেবা এবং কল সেন্টার প্রতিষ্ঠার  দাবি জানান তারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার